Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র  (SCWMC )  এর চার্টার অব ডিউটিজ

দায়িত্বাবলী/কার্যাবলী

সেবাগ্রহনকারী

প্রার্থীত সেবা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা

ক)

পাহাড়ী ঢালু ভূমিতে মৃত্তিকা ক্ষয় রোধে লাগসই প্রযুক্তি বিষয়ক পরামর্শ প্রদান।

কৃষক/সম্প্রসারণ কর্মী/খামার মালিক/গবেষক/ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

অনুরোধ প্রাপ্তির পর, প্রযোজ্য ক্ষেত্রে, ৫(পাঁচ) কার্য দিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন এবং ১০ (দশ) কার্য দিবসের মধ্যে পরামর্শ প্রদান।

খ)

পানি বিভাজিকা ভিত্তিক লাগসই ব্যবস্থাপনা ও পাহাড়ী ঢালে বনজ, ফলজ ও মাঠ ফসল চাষাবাদের টেকসই পদ্ধতি বিষয়ক পরামর্শ প্রদান।

কৃষক/সম্প্রসারণ কর্মী/খামার মালিক/গবেষক/ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

অনুরোধ প্রাপ্তির পর, প্রযোজ্য ক্ষেত্রে, ৫ (পাঁচ) কার্য দিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন এবং ১০ (দশ) কার্য দিবসের মধ্যে পরামর্শ প্রদান।

গ)

পাহাড়ী ঢালে চাষাবাদ ও ভূমি ক্ষয় বিষয়ক তথ্য-উপাত্ত সরবারহ।

 

অনুরোধ প্রাপ্তির পর ৩ (তিন) কার্য দিবসের মধ্যে।

ঘ)

মৃত্তিকা ক্ষয় রোধ, পানি বিভাজিকা ভিত্তিক লাগসই ব্যবস্থাপনা ও পাহাড়ী ঢালে বনজ, ফলজ ও মাঠ ফসল চাষাবাদের টেকসই প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান।

কৃষক/সম্প্রসারণ কর্মী/জন প্রতিনিধি/ স্থানীয় গন্যমান্য ব্যক্তি/শিক্ষার্থী

চাহিদামাফিক ও সরকারী অর্থ প্রাপ্তি (বরাদ্দ) সাপেক্ষে। অথবা প্রশিক্ষণ গ্রহণকারী প্রতিষ্ঠানের অর্থায়নে।

ঙ)

প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ।

কৃষক/সম্প্রসারণ কর্মী/গনমাধ্যম সংস্থা/গবেষক/ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

অনুরোধ প্রাপ্তির পর ১ (এক) কার্য দিবস।