Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১।

মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রনের জন্য ৫ টি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

২।

ভূমিক্ষয় নিয়ন্ত্রনের জন্য ১০ জন কৃষকের পাহাড়ে ফলজ বাগানে আনারস,নেপিয়ার ইত্যাদি দ্বারা  Hedge line স্থাপন করা হয়েছে।

৩।

৪ জন কৃষকের ধ্বসে যাওয়া পাহাড়ে Jute Geo Textile স্থাপন করে ভূমি ধ্বস পুনরুদ্দার করা হয়েছে।

৪।

মৃত্তিকা নমুণা সংগ্রহ পদ্দতি এবং সুষম সার বিষয়ে ১০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

৫।

 গবেষণা এলাকার বিদ্যমান ২ টি জলাধারে  মাছের নিয়মিত পরিচর্যার কাজ চলছে।

৬।

ভূমিক্ষয় নিয়ন্ত্রণের জন্য প্রায় ২.৫ একর কৃষকের পাহাড়ে গ্রেডেড বানডিং,কন্টুর ট্রেনসিং,স্টাগার্ড ট্রেনসিং,হাফ মুন ট্রেরাস এবং কন্টুর  গ্রাস ওয়াটার ইত্যাদি প্রযুক্তি স্থাপন করা হয়েছে।