Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৃত্তিকা সংরক্ষণ পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র, বান্দরবান:-

 

পাহাড়ী কৃষি, মৃত্তিকা সংরক্ষণ,ভূমি ক্ষয় এবং পানি বিভাজিকা ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার জন্য‘মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্রটি,গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,খামার বাড়ী, ঢাকা-১২১৫ এর অধীনস্থ একটি গবেষণা প্রতিষ্ঠান।১৯৯৪ সালে বান্দরবান

সদরের স্বনিকটে মেঘলায় এক প্রাকৃতিক মনোরম পরিবেশে ৬৭.৫০একর (২৭ হেক্টর) ভূসম্পত্তি ও ৩,৫৩৪.৭২ বর্গফুট (৩২৮.৩৮ বর্গমিটার) স্থাপনা নিয়ে উক্ত গবেষণা কেন্দ্রটি গড়ে উঠে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্রে আধুনিক পাহাড়ী চাষ পদ্ধতির সূচনা এবং মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা বিষয়ে উপযোগী প্রযুক্তি

নিয়ে গবেষণা করা হয়। এছাড়া প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে প্রদর্শনী স্থাপন ও সম্প্রসারণ কর্মী,কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।