Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

পৃথিবীর বিভিন্ন ক্ষয়িষু পার্বত্য  এলাকার ন্যায় আমাদের পার্বত্য অঞ্চল ও ভূমিক্ষয়,ভূমি ধ্বসে অনবরত উৎপাদনশীলতা হারাচ্ছে। অপরিকল্পিত চাষাবাদ ও পাহাড়েরর ঢাল ব্যবস্থাপনা,ব্যপক ও নির্বিচারে বৃক্ষ নিধন,অপরিকল্পিত  অবকাঠামো নির্মান ইত্যাদি এ প্রক্রিয়াকে ত্বরানিত্ব করছে।এ প্রতিষ্ঠানটি একটি গবেষণাধর্মী  প্রতিষ্ঠান। পাহাড়ী ঢালে চাষাবাদ পদ্বতি,ভূমিক্ষয় নিয়ন্ত্রন,মাটির স্বাস্থ্য উন্নয়ন পার্বত্য এলাকার দীর্ঘ মেয়াদে উৎপাদনশীলতা বজায় রাখতে এ প্রষ্ঠিানটি বিভিন্ন গবেষণা কার্যক্রম এবংকৃষকের পাহাড় প্রদর্শনী  স্থাপনের মাধ্যমে সম্প্রসারণ মূলক কাজ করে যাচ্ছে। পাহাড়ী অবতলে সনাতন পদ্দতিতে আদা,হলুদ,কচু চাষাবাদ ব্যাপক ভূমিক্ষয় সাধন করে। এ বিষয়ে সনাতন পদ্দতিতে আদা,হলুদ,কচু ভূমিক্ষয় এবং উৎপাদনশীলতার উপর একটি গবেষণা কার্যক্রম সমাপ্ত ( তিন বছর মেয়াদী) করেছে। গালি নিয়ন্ত্রনের জন্য গবেষণা এলাকার ১ টি এবং কৃষকের পাহাড়ী ঢালে ২ টি সাধারণ গ্যবিয়ান স্থাপন করে ধ্বস প্রতিরোধ করা হয়েছে। গবেষণা এলাকার  ধ্বসে যাওয়া ভূমি নিয়ন্ত্রনের জন্য বিভিন্ন ধরণের Jute Geo Textile  দ্বারা গবেষণা কার্যক্রম পরিচালনা করে ধ্বসে যাওয়া ভূমি পুনরুদ্দার করা হয়েছে। কৃষকের ধ্বসে যাওয়া ১৮ টি পাহাড়ে পাটের চট বিছিয়ে সফলভাবে ভূমি পুনরুদ্দার করা হয়েছে। বিভিন্ন কৃষকের প্রায় ৪৫ একর পাহাড়ে ফলজ বাগানে ভূমি ক্ষয় নিয়ন্ত্রনের জন্য আনারস,নেপিয়ার,ভেটিভার,বগামেডুলা ইত্যাদি দ্বারা হেজ লাইন স্থাপন করা হয়েছে। কৃষকের পাহাড়ে ১ একর জাগায় ইবহপয Bench terrace  তৈরী করে সারা বছর ফসল উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। ভূমিক্ষয় নিয়ন্ত্রন, সরজমিনে ভেজাল সার সনাক্তকরণ,মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্দতি এবং সুষম সার প্রয়োগ ইত্যাদি বিষয়ে কৃষক,সম্প্রসারণ কর্মী,কর্মকর্তা,জনপ্রতিনিধি,সারের ডিলারদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।